আয়না
কবিতা- আয়না
লেখক- মুন তাসির
মনের মাঝে লুকোনো এক অনন্ত ছাঁ,
ধারাল হাত, আর মসৃণ গা,
সীমাহীন দৃষ্টি যাতে ‘ফোটানো র’ প্রভা,
ফাটা বুকে লেগে আছে ছেঁড়া কাগজের আভা।।
সমদুরে থাক তুমি, যার নিশিত স্বমরন,
কত জল ছিটেছে যাতে ভিজেছে সদন,
পিছনে তোমার, সেই ক্ষত-বিক্ষত বদন ,
তোমার বুকেই দেখেছি নানা চিত্র অঙ্কন ।
হিংস্র বাঘের বেখায়ালি আঁচড়,
দেওয়ালের গায়ে থেকেছ অনড়।।
____
Subscribe
Login
0 Comments
Oldest