আলো
যেদিন এসেছি এ ধরা মাঝারে
দুচোখে দেখেছি প্রথম আলো
দিন যত বয়ে যায়
আঁধার ঘনায়
কেন মাগো এমন হল ।
ভয়ে বুক কাঁপে
কারা যেন দূর হতে ডাকে
আর তো দেখিনা আলো
জানিনা কি দোষে এমন আঁধার হল ।
আমায় একা ফেলে দিসনে মাগো
রেখে দে কোলের কাছে
কেন যে এমন আঁধার ঘনালো
আবার দেখা গো আলো।
Subscribe
Login
0 Comments
Oldest