আলোজীবন
জগৎকে তুমি যেমন চেয়েছ পাওনি
ভাগ্যিস!
তোমার সবটুকু তুমি অন্তর্জালকে দাওনি।
তুমি বেশ আছ,
এখনো আনন্দ কুড়োও স্বতঃস্ফূর্ত আলো থেকে
দেখতে ছোটো এলেবেলে সেই নদীটি কেমন বয়ে যায় এঁকেবেঁকে।
দেখে মন খুলে তুমি হাসো বারবার করে
পা থেকে মাথা সহজ সুখেই আছ ভরে
নিজের আত্মার সাথে কথা বল সরাসরি
তাই বাঁচার মতন বেঁচে আছ ভরপুরই।
বাকিরা সবাই অন্তরজালে বাঁচার রসদ খোঁজে
বাকিরা সবাই মুঠোফোন দিয়ে এই দুনিয়াকে বোঝে।
ভাগ্যিস তোমার আত্মার নেই জাগতিক মুঠোফোন!
নয়তো অন্তর্জালে বাঁধা পড়ে যেত তোমার আলোজীবন।
Subscribe
Login
0 Comments
Oldest