আলোর গন্ধ
আলোর গন্ধ
আহমেত কামাল
আর ডাকবো না!
অভিমানে অভিমানে ক্রমশ আপত্তি হয়ে উঠছি।
যদি পারো
তুলোর মতো নরম কিছু এঁকে দাও ।
হয়তো ফুরিয়ে আসছে আলোর গন্ধ।
নীরবতা নাড়ছে
দুঃশ্চিন্তা।
কোথাও ইনভয়েজ কিংবা আউটভয়েজ নেই।
ঘুমের মতো এলিয়ে পড়ছে কোম্পানি । অথচ ঈশ্বর তাকিয়ে
তাকিয়ে দেখছেন
আমার চোখভেজা জল।
Subscribe
Login
0 Comments
Oldest