আশান্বিত মন
আশা নিয়ে এসেছিলাম, তোমার মন মন্দিরে।
তুমিও এসে বসেছিলে, আমার কিনারে।
তোমার কাঁধে মাথা রেখে,
করেছিলাম মোর জীবনের গল্প।
তুমিও তোমার গল্প গুলো,
শুনিয়েছিলে আমায় অল্প অল্প।
কিন্তু,
তখন আমি বুঝিনি,
এই অল্পতেই লুকিয়ে ছিলো,
তোমার রহস্যের গল্পগুলো.!
লক্ষ বেদনায় লিপ্ত হয়ে,
কত-শত কষ্ট বুকে নিয়ে,
তোমাকে বেঁধেছিলাম এই হৃদয়ে।
কত রঙ্গিন কল্পনায় ডুবে ছিলাম তোমায় ঘিরে,
কত দিন ফুরিয়ে গেছে তোমারি জল্পনাতে।
কত রঙ্গিন স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে,
কত রাত পেরিয়ে গেছে তোমারি ভাবনাতে।
তুমিও তো মোর হাতে, হাত রেখেছিলে।
আশাগুলো পূর্ণ করবে, এ কথাই দিয়েছিলে।
বলেছিলে তুমি আমার পাশে,
থাকবে সারাক্ষণ।
আশাগুলো মোর পূর্ণ করে,
রাঙ্গিঁয়ে দিবে এই মন।
তাহলে,
হঠাৎ কেন চলে গেলে.!
আমায় একলা ফেলে.?
এ কেমন, হাতে হাত তুমি রাখলে.!
এ কেমন, স্বপ্ন তুমি আমায় দেখালে.!
এ কেমন, গল্প তুমি আমায় শুনালে.!
এ কেমন, পূর্ণতা তুমি আমায় দিলে.!
আজ আমি বুঝতে পেরেছি,
কেন গল্পগুলো বলেছিলে অল্প-অল্প।
আজ আমি জানতে পেরেছি,
তোমার না বলা সেই রহস্যময় গল্প।
তবুও যে ভাসবো আমি তোমারি কল্পনাতে,
স্বপ্ন দেখবো তোমায় নিয়ে প্রতি দিন-রাতে.!
বহুদিন হয়ে গেলো, তোমায় দেখি না প্রিয়,
আমার এই আশাহত মনের, ভালোবাসা নিও।