আশার আলো
সমস্ত রাত্রি পেরিয়ে এখানে আমি
কতটা অনুভব মিলিয়ে গেলে পাওয়া যায় কিছু
তেমনি আমিও পেয়েছি কিছু
যার কোনো পরিমাপ নেই, অথচ অদ্ভুত সুন্দর নিদারুণ ভাবনা:
চেনা কিংবা অচেনা শহরের পাশাপাশি দিয়ে এগিয়ে চলে যায় বহুদূরে যার নাগাল আমার সার্থের বাইরে।
আশার আলো সঞ্চার করে স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে সাজিয়েছে কে আমারে
খুব যতনে !
তাঁর খোঁজও আমি রাখিনা
যতটা দূরে রঙিন মেঘেদের রঙবদল
তাঁর থেকেও অধিক কিছু জীবন্ত হয়ে ওঠে আমার না থাকা জুড়ে নতুন কাহিনীর সূএপাতে।
Subscribe
Login
0 Comments
Oldest