আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।
গুরু গম্ভীর মেঘের গর্জন বিজুলি চমকায়।
আয় আয় রে ভাই,
আয় রে চলে আয়।
মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।
ডাক দিয়েছে আষাঢ়ের মেঘ
আয় রে চলে আয়।
কদম্ব কেতকী কেয়া ফুলে,
ভিজিছে আজ বর্ষার জলে,
চাষীরা সব মাঠেতে চলে,
ভিজে ভিজে মাঠে যায়।
আয় আয় রে ভাই,
আয় রে চলে আয়।
মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।
গুরু গম্ভীর মেঘের গর্জন বিজুলি চমকায়।
বাদল নামে সকাল হতে,
জল জমেছে গাঁয়ের পথে,
পা টিপে টিপে কোনমতে,
সবাই চলে রাস্তায়।
আয় আয় রে ভাই,
আয় রে চলে আয়।
মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।
গুরু গম্ভীর মেঘের গর্জন বিজুলি চমকায়।