আয়োজন
যে ফেরিওয়ালাটি ফেরি করে রোজ আনাজ পাতি
সে এম এ পাশ
যে দর্জিটি সেলাই করে রোজ ছেঁড়া জামা প্যাণ্ট
সে অঙ্কে অনার্স
যে টোটোবালাটি রোজ ভাড়ায় যাত্রী নিয়ে যায়
সে কমার্স গ্র্যাজুয়েট
ফেরিওয়ালা বা দর্জি বা টোটোবালা প্রত্যেকের একটাই উদ্দেশ্য
সংসার সংগ্রামে জয়ী হওয়া
অন্ন সংস্থানের ঠিকানায় রোজ অনুশীলন
ফেরিওয়ালার ফেরির ভেতর ফুটে ওঠে দেশের হাল
দর্জির সেলাইয়ের ভেতর অজস্র ফুটো দেশের মানচিত্র ছিদ্রিত করে
টোটোবালার টোটোর ভাড়ায় জানান দ্যায় দেশ যেন এক ভাড়াটে
ফেরিওয়ালা মানে তার লজ্জা না
দর্জি মানে তার অসম্মান না
টোটোবালা মানে তার ছোটো হয়ে যাওয়া না
ফেরিওয়ালাটি স্বপ্ন দেখেছিল
দর্জিটি স্বপ্ন দেখেছিল
টোটোবালাটি স্বপ্ন দেখেছিল
স্বপ্ন দেখে নি রাষ্ট্র
স্বপ্ন দেখে নি মন্ত্রী
স্বপ্ন দেখে নি সরকার
শুধু স্বপ্ন বিক্রির আয়োজন…
———-
Subscribe
Login
0 Comments
Oldest