ইউক্রেন – রাশিয়া ২
আমার ইউক্রেনের রক্তক্ষরণ
তোমার হাতের মুঠোয়
কি করে সইবো মরণ
পৃথিবী দাও আমাদের শক্তি
আরো দাও রক্ত , সূর্যের কিরণ গায়ে দাও
লড়তে পারি রুশের সামনে এই টুকুও সামর্থ্য করো
প্রকৃতি দাও শক্তি দাও আরো নিদারুণ ক্ষমতা
তাই দিয়েই যাতে যুদ্ধ মোকাবিলা করতে পারি একটুও আশীর্বাদ করো।
Subscribe
Login
0 Comments
Oldest