ইচ্ছে ডানা
যাবার হলে যেতেই পারো
রাখবো না তো ধরে।
ইচ্ছে হলে ফিরবে পাখি
নিজের মনের ঘরে।।
ভালোই যখন উড়তে জানিস
বিশ্বস্ত তোর ডানা।
পরের কথায় কান দিসনা
করুক যতই মানা।
অন্য বাসা খড়কুটোর যে
তার তরেই হোক অস্থির।
যেখান থেকে উঁচুতে যাস
সেটাই ছিল ভরসার নীড়।।
পাখি আমার ভীষণ ভালো,
উড়ছে ডানায় ভর করে।
যাস না পাখি ছেড়ে বাসা
কোকিল দেবে ডিম পেড়ে।
নিজের ভেবে করবি যতন
বুঝবি পরে নিজের দোষ।
ডানা যখম হবার আগে
একটুকু তুই শুধরোষ।।
Subscribe
Login
0 Comments
Oldest