প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ইচ্ছে
হাকিকুর রহমান

ইচ্ছে ছিলো-
আয়নার প্রতিবিম্বে নিজেকে
আবার নতুন করে দেখবার।

কিন্তু তা সফল হলোনা-
কারণ, ঐ প্রতিবিম্বে তো আমি নেই,
ওটা হুবহু আমার বৈপরীত্য।

আমার ডান হয়েছে ওখানে বাম,
আর আমার বাম হয়েছে ওখানে ডান,
অনেক প্রচেষ্টার পরও
মিললোনা প্রতিবিম্বটা-
তাই, ইচ্ছেটা আমার আর পূরণ হলোনা।

তবুও নিবিষ্ট মনে
চেয়ে রই প্রতিবিম্বটার পানে,
দেবে কি সে আমারে
ভবিষ্যতের কোন বাণী!

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।