ইচ্ছে
ইচ্ছে
হাকিকুর রহমান
ইচ্ছে ছিলো-
আয়নার প্রতিবিম্বে নিজেকে
আবার নতুন করে দেখবার।
কিন্তু তা সফল হলোনা-
কারণ, ঐ প্রতিবিম্বে তো আমি নেই,
ওটা হুবহু আমার বৈপরীত্য।
আমার ডান হয়েছে ওখানে বাম,
আর আমার বাম হয়েছে ওখানে ডান,
অনেক প্রচেষ্টার পরও
মিললোনা প্রতিবিম্বটা-
তাই, ইচ্ছেটা আমার আর পূরণ হলোনা।
তবুও নিবিষ্ট মনে
চেয়ে রই প্রতিবিম্বটার পানে,
দেবে কি সে আমারে
ভবিষ্যতের কোন বাণী!
Subscribe
Login
0 Comments
Oldest