ঈগল চোখ
মৃত্যুর পরও আমার এই রক্তাভ ঈগল চোখ
তোমাকেই দ্যাখতে চাইবে
যমদূত থাবা বসানোর সময় ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকেই খুঁজবে।
ভালোবাসার বাঁধন ছিঁড়ে বদলে নিলে চলার পথ
হৃদয়ের সম্পর্ক ভুলে গেলে চোখের পলকে
ছুটে গিয়ে জায়গা খুঁজে নিলে বিদ্যুতের ঝলকে।
ভেজা পায়ে পাতিহাঁস হেঁটে গেলে পায়ের ছাপ ফেলে যায় উঠোনের ‘পর
ছেঁড়া পালক ঝরে পড়ে থাকে সবুজ ঘাসে –
তোমার শূন্যতার পুড়া দাগ আজও হৃদয়ে ঝলমল করে
ছেঁড়া পালকের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তোমার স্মৃতি।
এই বুক আজ বিধ্বস্ত হিরোশিমা নাগাসাকির মতো
বিরহের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পুড়িয়ে দিয়েছে ভিতর
ভালোবাসার কথা শুনলেই বিরহের ধ্বংসস্তূপ ভেসে উঠে
তারপরও রক্তাভ ঈগল চোখ তোমাকে খুঁজে।
তুমি আমার বাঁশের বাঁশির সুর
কবিতার শেষ লাইন
তোমার স্মৃতি মাড়িয়ে চলে, আছে যতো আইন।
মনে রাখিনি, হৃদয় জমিনে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার আঘাত
মনে রেখেছি তোমার অলিন্দে কাটানো ভালোবাসা পূর্ণ সেই মধুর রাত।
✑ মিটু সর্দার
০১/০৯/২০২২ সৌদি আরব