ঈশ্বরের দেখানো পথ মেনে সারা জীবন চলো সত্য কর্ম করো মানব ধর্মের মূল মন্ত্রে বাঁচতে শেখো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হিংসা দ্বেষ আর অহংকারের ফলে
জীবনকে ঠেলছ নরকের পথে।

ক্ষুদ্র মন নীচ মন যার
তাকে ঈশ্বর করবেন না ক্ষমা পরপারে আর।

দ্বন্দ্ব মারামারি যুদ্ধ করে
করছ বৃথা সময় নষ্ট এ ক্ষুদ্র জীবনে।

পাপ কাজে লিপ্ত হলে একবার
তখন সেই ‘পাপ’ই টানবে-
তাকে থামাতে পারবেনা জেনো, কোন শক্তি এ জগতে আর।

অন্যকে যত কষ্ট দেবে করবে যত অবহেলা
জেনো, একদিন এর ফল ঠিকই পাবে-
বিদায়ের আগে শেষ মৃত্যুযন্ত্রণা।

যার অন্যের দুঃখে আসে না চোখে জল
বরং অন্যের বেদনাকে উপহাস করাই কাজ-
মন মানসিকতা বিকৃত, মানবিকতা বোধের অভাব তার।

সত্যের পথ ছেড়ে যদি মিথ্যার পথ ধরো
সে জীবনে ঈশ্বর আরাধনাও বৃথা মনে রেখো।

ঈশ্বরের দেখানো পথ মেনে সারা জীবন চলো
সত্য কর্ম করো মানব ধর্মের মূল মন্ত্রে বাঁচতে শেখো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯মে,২০২৩,বিকাল, বারুইপুর

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 200Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।