উপমা শুধু তুমি
তোমার মুখের শ্যামল বর্ণের হলুদ
রুপ গলিয়ে যেন আয়নায় পরে,
একটি কোমল হৃদয় ভাঙ্গার শব্দে
বলতে যে চায় কিছু কাতর স্বরে।
তোমার পায়ের সচ্ছ পাতার জলে
জলের হৃদয় চূর্ণ করে নিলি,
লুটিয়ে পরে সাত তরঙ্গের ঢেউ
শিশির পিয়ন চিঠি করায় বিলি।
তোমার হাঁসি অনেকটা মিল আরক
চোখ রাঙানি তাজা ঘাসের সবুজ ,
সেই হাসিতে মাঠ ছড়িয়ে মাঠে
ফুলের পরাগ বিছায় মাঠে অবুঝ।
তোমার মনের ঐ সমুদ্রে সাঁতরে
ইচ্ছে আমার মধ্যে দুপুর বেলা,
ইচ্ছে আমার এপার ওপার ছুঁয়ে
ছুটিয়ে পরে সাঁতার কাটার খেলা।
Subscribe
Login
1 Comment
Oldest