প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

উর্বশী
হাকিকুর রহমান

ওহে উর্বশী,
মোর সহচরী শশী।

অনন্ত-যৌবনা অপ্সরা,
তব রূপে বিমোহিত হয় যে ধরা।

ওহে মায়ারূপীনী,
নৃত্য-গীতে পারদর্শিনী।

সাথে লয়ে চলো
মেনকা, রস্তা, তিলোত্তমা,

আরও আছে
বর্গা, প্রমথিনী, কাম্যা।

ভাঙ্গিয়াছো নিদ্রা কত মুনি-ঋষির,
কিরূপে হেথায় এসে হলে হাজির।

সহসা ভাঙ্গেনিতো মোর নিদ্রা,
ঘুরিয়াছি ছৈলা, বাগওইন, লাকেশ্বর ও খিদ্রা।*

পুনরজনমে আসিও আবার
হয়ে মোর সঙ্গিনী,
ঘটাতে নবরূপে
পুরূরবার প্রেম কাহিনী।

(*- ছাতক উপজেলার কয়েকটা গ্রাম)

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে