একটি জীবন
জীবনের কঠিন মর্মে এসে
আমি উপলব্ধি করেছি
এ জীবন একটিই-
বাস্তব অনুভূতি ভরা স্বপ্ন
প্রতিটি পদে পদে পূরণের আশায়
দিন গোনে অপলকে।
একটি জীবন কঠিন সাধনার ফলে মেলে
এই জীবনের অবদান গভীরতম
যা খোঁজার চেষ্টা করে আমার ভাবনা
এদিক ওদিক তাকিয়ে
প্রান্তরের অনাবিল রেণুতে।
আমি বারে বারে হেরে যায়
সমাজের মানুষের কাছে
যাহারা মিথ্যা চেতনার অগ্রদূত
কুড়ে কুড়ে খায় তাঁহারা
নিরঙ্কুশ মানুষের রক্ত।
একটি জীবনে প্রেম জাগ্রত হয়
প্রকৃতির সাথে সাথে থেকে থেকে
মানুষে মানুষে ভালোবেসে।
সত্য এক পাহাড় ছুঁয়ে
জীবন দাঁড়ায় মরণের কোলে
সকল দেনা থেকেই যায়
সমাজের বুকে বুকে।।
০২/০৭/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest