একটি নতুন শিশু
আমাকে উপবাসে মারার হুমকি-ধামকি দিয়ে লাভ নেই
আমি সত্যের পূজারী, এই পৃথিবীতে খাবারের জন্য আসিনি
এই পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করে —
মিথ্যের উদর ছিঁড়ে সত্য উন্মোচন করতে এসেছি।
যেইদিন এই বাংলার ভূখণ্ডে একটি নতুন শিশু জন্ম নিবে
সেইদিন উন্মোচিত হবে চিরন্তন সত্য —
সদ্য জন্ম নেওয়া প্রস্ফুটিত শিশুটি যখন —
কালের করাল গ্রাসে সত্য ভোজনকৃতদের কণ্ঠনালী চেপে ধরবে
তখন সত্য বেরিয়ে আসবে ভোজনবিলাসীদের প্রতিটি ঢেঁকুরে।
আমি দায়মুক্তি নিবো সত্যের ঝাণ্ডা শিশুটির হাতে ধরিয়ে
আমি মুক্তি দিবো খাতা,কলম এবং কবিতাকে —
আমি মুক্তি দিবো নিপীড়িত নির্যাতিত নির্দোষ মানুষ গুলোকে।
কোটি মানুষের স্বপ্ন —
একটি নতুন শিশুর আগমন ঘটবে এই ভূখণ্ডে
সকল মজলুমের দায়ভার তুলে নিবে নিজ কাঁধে
খামচে ধরবে আদালতের দাঁড়িপাল্লার দন্ড —
ভয়ে থরথর কাঁপবে ধর্ষক, সুদ-ঘুষখোর আছে যতো ভন্ড।
আমি প্রতীক্ষায় আছি শিশুটির
সৌরভ ছড়াবে প্রস্ফুটিত গোলাপের মতো করে
নিজের জন্য না মরে মরবে শিশুটি মানুষের তরে
বীরবিক্রমে যাবে লড়ে, অবৈধ ক্ষমতার টনকনড়ে
হুমড়ি খেয়ে পড়বে, বাঁচার ভিখ মাঙ্গবে।
ভাল্লাগছে না আমার কিছু —
কবে আসবে এমন শিশু —
ছিন্নমূল পাবে ঠাঁই, না থাকবে খাই-খাই
ভাঙ্গবে অত্যাচারীর অত্যাচারের ডোজার
এমন শিশু আসবে কবে, ডাক দিবে সমতার
মেরুদণ্ড ভাঙবে স্বৈরাচারী ক্ষমতার।
০৪/১১/২০২২ইং, সৌদি আরব