একদিন চল ক্ষেপী
চল ক্ষেপী, নষ্ট হই !
একদিন যাওয়া যাক, কালিদহ পার,
দু দণ্ড পিছনে ফেলে, জলরঙে আঁকা তোর
সুখের সংসার !
পাগলী দেখ, নোনা জল, পিছে ফেলে,
বিশাল অম্বর, অবান্তর,
ভোর রাতে,
হাঁটুগেড়ে কথা বলে, আধফোটা শালুকের সাথে !
ফিস ফিস ক’রে প্রেম চায়,
শিশিরে, অশ্রুতে গলে, ফোঁটায় ফোঁটায়
রিক্ত হয়ে, নিঃস্ব হয়ে, একফোঁটা প্রতিবিম্বে নিজেকে বিকায় !
একদিন চল ক্ষেপী, অরণ্যে বানপ্রস্থে যাবো
শুকনো নির্মোকের মতো,
সময়ের অর্থহীন বারণ ডিঙিয়ে,
তোকে কাছে পাবো,
পেলব কনকলতা,
মৃদু তোর, বাহুডোর, সস্নেহে কাণ্ডে মেখে নেব।
আব্রহ্ম স্তম্ভ পার করে, তোকে আমি অম্বর দেখাবো।
আপাততঃ স্পর্শে রাখ, ঘিরে থাক, পল অনুপল,
তোর ও চঞ্চল,
শাখা গুলি গেয়ে যাক, অরণ্যের গান।
একদিন সময়ের শুষ্ক খোলস ছেড়ে গেলে, তোকে,
আকাশের অনাহত নাদ যে শোনাব।
একদিন চল ক্ষেপী, কামাক্ষী আমার, তোকে আমি আকাশ চেনাব!