একপেশে কবিতা
ভুলে থাকা আর ভুলে যাওয়ার মধ্যে,
একটা একপেশে কষ্ট আছে ।
ভালোলাগা আর ভালোবাসার মধ্যে,
একটা একপেশে টান আছে ।
ভালোবাসি আর ভালোবাসের মধ্যে,
একটা একপেশে উদাসীনতা আছে ।
ভাব আর ভালোবাসার মধ্যে,
একটা আত্মিক যোগ আছে ।
ভাবে আর ভাবায় এর মধ্যে,
একটা একপেশে ভালোলাগা আছে।
ভুল বোঝা আর ভুল বোঝা বুঝির মধ্যে,
একটা একপেশে দোষ আছে ।।
Subscribe
Login
0 Comments
Oldest