একলা মন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অঝোরে ঝরে পড়ে আষাঢ়,
এগিয়ে যাই জানালায়, হাত বাড়িয়ে দেই
অনুরণনের অনুভূতি মাখি,
হালকা হই, সেরিব্রাল সারা দেয়।
মনের অসুখ বায়না ধরে,
অলস দুপুর জানালায় আটকে থাকে;
মাটির ভেজা গন্ধ মেখে,
গরম নিয়ে আসে, ভারী মেঘ;
দেখি বর্ষা নুইয়ে পড়ছে, আমপাতা বেয়ে
তবুও জানালায় ঠায় দাঁড়িয়ে ।
বেলাল্লা পনার মতো, জলের ঝাপটায়
সিক্ত হচ্ছি মনেপ্রানে;
জোড়া চড়ুইয়ের খুনসুটি ঝরে পড়ছে
ভেজা পাখনায়;
সশব্দ বৃষ্টিরা গাছের ওপর,
সন্ধ্যা নামে, শঙ্খ বাজে;
ঝি ঝি পোকা আর কোলাব্যাঙের
ডাকে, রাত গাঢ় হয়;
পৃথিবীর একপিঠ ঘুমিয়ে পড়ে,
শুধু, রাস্তার হ্যালোজেন জেগে রয়।

0

Publication author

offline 2 years

সুজিত

1
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।