একাকীত্বের অন্তহীন যাত্রা
বেকসুর বন্দীদশায় আমি
কার্যত অবরুদ্ধ।
মাসাধীকালের যাপিত জীবনে
অঘোষিত কারাবাস।
অর্জিত সাফল্য বলতে
একাকিত্বের ভয়ঙ্কর অভিজ্ঞান।
নিঃসঙ্গ পাড়ের অভিযাত্রী আমি
পাড়ি দিচ্ছি একা নাকাল সময়।
মুখর ঢাকা আজ মৃত নগরী।
রাতভর নিঃশব্দ পদচারণা আমার,
অজানা শঙ্কায় কেঁপে উঠে অন্তরাত্মা।
আমি কি তবে পৌঁছে গেছি
জীবনের সীমানায়?
এ কোন সঙ্গ নিরোধ বন্দীদশা?
একেকটা দিন কাটে বছর সমান।
অনেক যদির প্রশ্নবিদ্ধ হতাশা……..
এই অপরিসীম মানবিক সংকটে
যদি দীর্ঘায়িত হতে থাকে বন্দী দশা
যদি নিঃশেষ হয়ে যায় সঞ্চিত খাদ্য দ্রব্য
যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়
যদি পানি সরবরাহ বন্ধ হয়
যদি গ্যাস ফুরিয়ে যায়
যদি কিছু কেনার মত নগদ অর্থ না থাকে
যদি চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়
যদি লাশের সারি দীর্ঘায়িত হতেই থাকে
যদি রাস্তায় রাস্তায় শবদেহ পড়ে থাকে
যদি ভাগাড়ে লাশের স্তুপ জমে যায়
যদি সৎকারের জন্য কাউকে পাওয়া না যায়
যদি লাশের গন্ধে বাতাস ভারী হয়ে যায়
যদি মৃতদেহ খেয়ে ফেলার মত কাক শকুন না থাকে
তবুও কি আমার একাকীত্ব অন্তহীন থাকবে?