একা, একা সাজাই
কতবার ভেবেছি,
আগুনের, এইযে দহন!
এভাবে পুড়তে, পুড়তে,
মনে হয়,
‘প্রেম’, সে বুঝি,
উৎসবকে দূরে সরিয়ে রাখল।
বুঝেছিলাম, তা নয়।
পোড়ার পরে, যা থাকে অবশিষ্ট!
স্যাকরার, গড়ে দেওয়া নকসা।
যে মুখ, সৌন্দর্যের কারু কৃতি!
সে রুপের তুলনা নেই।
একা, একা সাজাই তোমায়।
Subscribe
Login
0 Comments
Oldest