একুশের দিন
বাতাসে কিসের গন্ধ আজকের জানো,
ভাষা শহীদদের যেন লাল রক্তাক্তের
এই রক্ত কই জমা সন্ধ্যার আকাশে
লালরঙে পশ্চিমের রঙ ধারনের।
এই দিন কৃষ্ণচূড়া বিশেষ স্মরণে
ফুল লাল হয়ে ফোঁটে ডালের আসন,
হলুদ গাঁদা গোলাপ প্রচুর ফোঁটায়
শহীদ মিনার শ্রদ্ধে, করে বিসর্জন।
পাখিরা ফাগুন এলে কান পেতে থাকে
এই ভাষা শহীদদের বিসর্জন টায়,
বায়ান্নে তারও ভয় পেয়ছিল বুকে
পাখির ভাষাও যদি কেড়ে নিতে চায়।।
গুলির শব্দে উড়েছে খোপে কবুতর
কাকপক্ষী ভয় পেয়ে চলে গেছে দূরে
অবশেষে ফিরে এলো এক নদী রক্তে
এক বাংলা রাষ্ট্র হয়ে বাংলার সংসারে।
–
Subscribe
Login
0 Comments
Oldest