এক আগন্তুক
তুমি আর এসো না
এখন এখানে আর এসো না
প্রবল ঝড়ে আমার স্বপ্নের ঘর ভেঙে চুরমার
অশ্রু বৃষ্টিতে ধুয়ে গেছে সব
নিঃস্ব বসে আছি খোলা আকাশের নিচে
সামনে বিস্তৃত সমুদ্র
ধূলো গায়ে গা লাগিয়ে আমি আর স্মৃতি, পাশাপাশি
জায়গা নেই কোন
এসো না তুমি আর
এখানে এখন আর এসো না
তোমাকে বসতে বলবো কোথায় ?
দেওয়ার মতো কিছু নেই অতিথিকে আমার
বরং এক কাজ করি
আমি চলে যাই তোমার কাছে
তোমার ঝলমলে সন্ধ্যার আকাশে
ঈশান কোণে এক টুকরো কালো মেঘ….
এক আগন্তুক !
Subscribe
Login
0 Comments
Oldest