এখন তুমি কষ্ট দিলে আমার ভালোই লাগে
তুমি কষ্ট দিলে আমার ভালোই লাগে
আগে, কষ্টের ভয়ে সুখটাই নিতাম চেয়ে।
বোকা আমি, ভালোবাসা মানেই কি কেবল সুখ?
ভালবাসা মানেই কি পাশাপাশি হাটা, নয় কি দুখ?
ভালোবাসা মানে, তোমায় কম্বলে রেখে
নিজেকে পাতলা কাঁথায় মোড়া, পৌষ কিংবা মাঘে।
এখন তুমি কষ্ট দিলে, আমার ভালোই লাগে।
আমার কথা শুনে তুমি যখন কর রাগ
আমি মান ভাঙ্গাতে মনের জানালা করি দুই ভাগ।
এক পাশেতে কেবল আমি, আমি আর আমার দুঃখ-রা
অন্যপাশেতে তোমার জন্যে রাখা আমার যত সুখেরা।
তোমার যখন দুঃখ দিতে ইচ্ছে করে, আমি সুখেদের পাঠাই ডেকে,
এখন তুমি কষ্ট দিলে, আমার ভালোই লাগে।
তোমার যত আছে ক্রোধ, হিংস্রতা
সবি দিও আমার দুয়ারে ঢেলে,
আমি রাখব যতনে, মনের এক কোনে,
আমি মিথ্যে বলছি না
আমি সব ভূলে যাই তোমার দেয়া কিছু একটা পেলে।
এখন আমি সুখ খুঁজে পাই আমার-ই চোখের জলে
এখন তুমি দুঃখ দিলে, আমার ভালোই লাগে।
সেদিন যখন সবার সামনে
আমার উপহারের ঢালিটা ফেললে ছুঁড়ে
তখনি বুঝেছিলাম তুমি আমায় খুব ভালোবাস
তাইতো ফিরে এসেছিলাম রাস্তার ধারে
ফেলে দেয়া ফুল গুলো সব কুড়িয়ে।
রয়েছিলাম বসে সবার শেষে কখন তুমি রাখবে জড়িয়ে।
এখন তুমি কষ্ট দিলে, আমার ভালোই লাগে।
১৫/০৯/২০২০