এবারে’তো ফিরে আসব না আর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দূরে, দূরে মিলিয়ে যায়,
বনতলের সীমানা।
সবুজগুলো আবছা, খুব আবছা,
ঢাকা পড়ে গেছি, ‘ভালোবাসা’।
এতদিন ঘর করে এসেছি তোমার সঙ্গে।
ভাব, খুনসুটি, মান, অভিমান, ঝগড়া,
বনতলে, পায়ে, পায়ে হবে না আর দেখা?
সবুজ-এর, ছায়াগুলো, খুব মনে পড়ে।
শীতল, গায়ে ঢাকা নিলে প’রে।
জন্মের ঘুম, চোখে ভিড় করে,
ঘুম পারাবি, ছায়াগুলো সাথে সমাধি দিয়ে।
আমার চঞ্চলতা কেড়ে নিয়েছিলে,
তোমার চোখের দিকে তাকালে,
কত বনতল পায়ে, পায়ে পেরিয়ে গেছি,
কে চায়, সে সব দিন ফুরাতে?
তবু ঢাকা পড়ে গেছি, প্রেম।
দুরে, দুরে সবুজ-বনতলে, বৃষ্টি নামল।
বৃষ্টির ঘ্রান নিতে, নিতে চলে যাব।
এবারে’তো ফিরে আসব না আর।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে