এ মোর প্রার্থণা
মনের অভিলাষ নাহি যদি হয় পূরন;
হব না ব্যাথিত
করিব সঞ্চিত
সকল তেজস্বীতা,
অদম্য চিত্তে তপস্বী হইব
লুণ্ঠিতে সকল বিভীষিকা।
ধরণীর বুকে কভু;
নাহি যেন হই লাঞ্ছিত,
নির্মল জ্যোতি;
পূর্ণ দ্বীপের ভাতি হইতে
নাহি যেন হই বঞ্চিত
পূর্ণ করো, করো হে নির্ভীক;
যেন সহিতে পারি সকল যাতনা।
প্রভু, এ মোর প্রার্থনা
তোমারই তনু কিঞ্চিৎ
করো হে দান মোরে
লভিতে চাহি, মনুষ্য জীবন
তমসা হতে সরে।
জ্যোতিহীন জীবন চাহিনা কাটিতে;
চাহি না আমি তন্দ্রায় লুটিতে,
তেজবানী দিয়া করো হে পুষ্ট
মোর বিদীর্ণ হৃদয় করো সুষ্ট।
অগ্নি হইয়া চাহি বহিতে
অশনি হইয়া, চাহি আঘাত হানিতে
কালের রজ্জু লম্বিতে চাহি
সকল অশুভ মুছিতে চাহি।
এ মোর প্রার্থনা প্রভু,
এ মোর প্রার্থনা
কর্মে চাহি;
দৃঢ় থাকিতে,
তম স্নিগ্ধ শীতল
ছায়া লভিতে
চাহিনা কেবল সান্তনা
এ মোর প্রার্থনা প্রভু,
এ মোর প্রার্থনা ।।