ওরা বারবার আসে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বিষাক্ত
গাছটি বাড়ন্ত
সমূলে করো বিভক্ত
নয়তো গাছটি হবে দুরন্ত,
সুস্থ গাছকে অবলীলায় করবে আসক্ত;
নিখিল বিষের জ্বালায় চিরতরে হবে ঘুমন্ত।

রাজদণ্ড
হবে বিলুপ্ত
পরাধীন হবে ভূখণ্ড
মনুষ্য প্রেমও হবে সুপ্ত,
প্রেম দাও যদি চাও অখণ্ড;
ওরা বারবার আসে, পথটা ওদের গুপ্ত।

বিপন্ন
জনপদের কোন্দলে
জীবন করবে ছিন্নভিন্ন
দুলবে উন্মত্ত ক্রন্দসীর হিন্দোলে,
শেষ পারাপারের সেতুটাও রবে বিচ্ছিন্ন;
অনলের লেলিহান শিখায় পুড়বে চিত্তের চঞ্চলে।

হিংস্রতায়
নয় বুদ্ধিমত্তায়
বক্ষে জড়াও মমতায়
নয়তো মিশে যাবে মৃত্তিকায়,
কুকুর কামড়ালে মানুষ বেঁচে যায়;
নেকড়ে কামড়ায় না, দেহটাই গিলে খায়।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।