ওরা বারবার আসে
বিষাক্ত
গাছটি বাড়ন্ত
সমূলে করো বিভক্ত
নয়তো গাছটি হবে দুরন্ত,
সুস্থ গাছকে অবলীলায় করবে আসক্ত;
নিখিল বিষের জ্বালায় চিরতরে হবে ঘুমন্ত।
রাজদণ্ড
হবে বিলুপ্ত
পরাধীন হবে ভূখণ্ড
মনুষ্য প্রেমও হবে সুপ্ত,
প্রেম দাও যদি চাও অখণ্ড;
ওরা বারবার আসে, পথটা ওদের গুপ্ত।
বিপন্ন
জনপদের কোন্দলে
জীবন করবে ছিন্নভিন্ন
দুলবে উন্মত্ত ক্রন্দসীর হিন্দোলে,
শেষ পারাপারের সেতুটাও রবে বিচ্ছিন্ন;
অনলের লেলিহান শিখায় পুড়বে চিত্তের চঞ্চলে।
হিংস্রতায়
নয় বুদ্ধিমত্তায়
বক্ষে জড়াও মমতায়
নয়তো মিশে যাবে মৃত্তিকায়,
কুকুর কামড়ালে মানুষ বেঁচে যায়;
নেকড়ে কামড়ায় না, দেহটাই গিলে খায়।
Subscribe
Login
0 Comments
Oldest