ওরা মানুষ নয়
ওরা মানুষ নয়
স্নেহা
১২-১০-২০১৪
ওরা নয় কোনো প্রানী,
ওরা নয় কোনো মানুষ,
ওরা রক্ত -মাংসে গরা পৈশাচ।
ওরা পেট্রল ছোড়ে,
ওরা যান পোড়ায়।
ওরা মানুষের রক্ত ঝরায়,
ওরা জিয়ন্ত আগুনে পোড়ায়।
ওরা দেখতে মানুষ,
কিন্তু –
ওরা অন্তরে পৈশাচ।
ওরা সাধু বেসে ভন্ড পীর,
ওরা বন্ধু বেসে বাচ্য চোর।
ওরা জ্যোতি থাকতেও অন্ধ,
ওরা ঈর্ষার অনলে দগ্ধ।
ওরা মানুষ কাটে,
ওরা রক্ত শোষণ করে।
ওরা মানুষ রূপে জানোয়ার,
ওরা মানুষের জন্য ইবোলা।
ওদের নিকট রক্ত অব-দংশ,
ওরা অবনী নাশকারী।
ওরা মানুষ নয় জোম,
ওরা উত্তম নয় অধম,
ওরা নরকীয় পৈশাচিক।
ওরা বর্তমান, ভবিষ্যৎ,
যুগ যুগ পরেও মানুষ নয়,
ওরা এক নিষ্ঠুর পৈশাচ,
ওরা যদিও রূপে মানুষ।।