ও দিকে যেওনা মন !
ও দিকে যেওনা মন, চাঁদ ডুবে ঘোলা জলে মিশে
বাসনার বিষে,
মানুষের সাথে ওর কোনো কথা নেই আজ
ভুলে সব কাজ,
সর্বাঙ্গে রূপ মেখে বসে আছে ওই সর্বনাশী –
কতকাল আদর পিয়াসী — !
মানুষের সাথে ওর শুধু দেখা হয় যদি
নিরবধি, রুপোলী ব্যথার মত কাকজোৎস্না দিয়ে
ধুয়ে মানুষের মন –
চিনে নেবে তোমার জীবন – খেয়ে নেবে অকাতরে
যে টুকু কবিতা অবশেষ,
প্রানে ধরে –
ওই দিকে নাই বা গেলে, চাঁদ বসে ঘোলা জলে মিশে,
ভালোবাসা বিষে – আব্রহ্ম তৃষ্ণায় – কেন জানি, সে অভিমানিনী,
জিয়ে মরে আছে সে অসম্ভাবিনী নারী !
যমুনার মত, সর্বাঙ্গে ভালোবাসা মেখে, রূপমতী শ্যামের পিয়ারী !
কুল মান ভেসে যায়, পাগল যমুনা বানভাসী –
যেওনা যেওনা শ্যাম, পায়ে পড়ি, যেওনা গো, রাধা আজ বড় সর্বনাশী !