কন্যাভ্রূণের মা
কেউ ভুলেও আমাকে নিঃসন্তান বোল না!
ছিঁড়ে নেওয়া সমস্ত কন্যাভ্রূণের আমি মা।
ওরা সব আমার গর্ভে খেলবে, বাড়বে
যথা সময়ে রাক্ষস বধ করতেও পারবে।
ওদেরকে আগুনের ওপর চলতে শেখাব
খাঁচার আরাম নয়, কষ্টের পথই দেখাব।
বলব, যদি কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়
তবু তোমার এই নারী জন্ম অকারণ নয়।
কখনো সর্বনাশ আর বিপদ নিয়ে খেলে
রক্তাক্ত হয়ে আমার মেয়ে ঘরে ফিরে এলে
তাকে বলব, আরো সাহস আরো তেজ নিয়ে
কালও দাঁড়িয়ো বিপদের মুখোমুখি গিয়ে।
অনেক মার, পাল্টা মারের পরেই আসে জয়
কন্যা, তোমার যেন কখনোই না লাগে ভয়।
Subscribe
Login
0 Comments
Oldest