কবিতাও হবি না কখনো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কখনও আকাশে তারা হতচ্ছাড়ি তুই, অশ্রুবিন্দু, তোর নাম
কখনও সমস্ত রাত স্বপ্নে, আদরে, হরিষে-বিষাদে, লিখলাম !
প্রতিটি উৎসবের দীপে, শিখা হয়ে কাঁপে, হয়তো বা
কবিতার অক্ষরে অক্ষরে সাদায় কালোয়,
প্রেমে, অপ্রেমে, অভ্যাস অনভ্যাসে,
বেলা অবেলায়, বেনোজলে, বেহুলার প্রেম হয়ে ভাসে !
অথবা নিছক ধাঁধা, আঁধার আলায় –
এ কোন পাগলামিতে জীবন ঘুলিয়ে দিয়ে
মাথা খেয়ে বসে থাকো, আদরিনী, কোন নিরালায় !

সুদূর নরম মাটির দেশে, হাঁটো, একা একেশ্বরী, উদাসিনী,
তটের স্পন্দনে আদিগন্ত বুকের ভেতর কেঁপে যায় !

কবিতাও হবি না কখনো, প্ৰেম হবি, বড্ডো কাছাকাছি,
বুকের ভিতরে চুপিচুপি, ক’বি,- কবি, তোমার কবিতা হয়ে আছি !

0

Publication author

offline 2 days

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 27Publics: 62Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে