কবিতাকে ছাড়তে পারি না – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা এমন একটা বস্তু-
একে যত ভাবি ছেড়ে দেবো
জন্মের মত ছেড়ে দেবো
আর কিছু লিখব না
কক্ষনও না
কোনো কল্পনাও করব না
কিন্তু না: তা আর হয় না।
কিছুতেই কবিতাকে ছাড়তে পারি না।
আমাকে-
আমাকে যেন পাগল করে তোলে,
খাতা কাছে টেনে এনে খসখস শব্দে ঝড় তুলি কলমের।
উন্মাদের মতো ডুবে যাই কল্পনার মায়াজালে,
আমি পারিনা সেই মায়াজালের বাঁধন ছিন্ন করে বেরিয়ে আসতে।

এ ঠিক কোনো কিছুতে নেশায় পাওয়ার মতো।
নেশায় বুঁদ হয়ে থাকলে-
যতই চেষ্টা করো পারবে না তা ছাড়তে,
বারবার ডুবে যাবে সে নেশায়।

এ ঠিক প্রথম প্রেমে পড়ার মতো।
যখন বারবার মন আনচান করে
কখন মনের মানুষটিকে দেখব,
তাকে না দেখলে তার সাথে না কথা বললে
থাকতে পারা যায় না যেমন।
তখন যেকোনো অজুহাতে দেখা করতে হয়।

এ ঠিক স্বামী স্ত্রীর ভালোবাসার মতো।
যদি কখনও এদের মধ্যে ঝগড়া বিবাদ হয়-
কেউ যদি অপরকে ছেড়ে চলে যায়,
তবে দু পাঁচদিন পর ফিরে তাকে আসতে হবেই।

এ ঠিক দেশের প্রতি টানের মতো।
একটানা বিদেশ বিভুঁইয়ে থাকলে
মন যেমন আকুল হয়ে ওঠে
কখন ফেরা হবে দেশে এই ভেবে।

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 176Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে