কবিতার গতিবিধি
সব হারিয়ে গেলেও মাঝে মাঝে ক্ষুদার্থ আত্মার নিকট দিয়ে চিহ্নিত হয় কফিনের মৃতদেহ…
তাঁর পাশ দিয়ে গেছে আমার মৃত্যুর সমাধি
অত্যান্ত নিভৃতে নির্জনে একাকি বসে ভাবি
কত সময়ই তো পেরিয়ে গেলো
কতটা পথ তো একাই যেতে হবে…
সমস্ত মায়া মোহ ত্যাগ করে
তবুও আমি এই যা পেয়েছি তা অধিক কিছু জীবন্ত
জীবনের রাস্তা পেরিয়ে মৃত্যুর হাতছানিতে
আমি রুখে দাঁড়াবো কোনো এক হেমন্তের সন্ধ্যায় বাতিঘরের আলোর সম্মুখে…..
তারপর বহু রাত্রি পেরিয়ে যাবে এভাবে
কেউ কারো খোঁজ পাবে না জনতার মিছিলে
যুগ পেরিয়ে যুগ এভাবেই বহমান হবে তবুও কিছু পেতে গেলে কিছু প্রিয় জিনিস হারাতেই হবে।।
Subscribe
Login
0 Comments
Oldest