কবিতা তোমাকে বাঁচাবো
কবিতা
তোমাকে বাঁচাবো
সন্ন্যাসের সাধনে প্রাপ্ত
লীলাময়ীর অমৃত বর দিয়ে,
ধরণীর দুষ্টের দমনে সৃষ্টির পালনে;
আজন্ম বাঁচিয়ে রাখবো দীপ্ত চেতনার আলোতে।
কবিতা
তোমাকে বাঁচাবো
মৃত্তিকার অন্ধ ভালোবাসায়
জননীর মমতায় উষ্ণতার আঁচলে,
দুরাচরণীয় নিষ্পাপ শিশুর উপযুক্ত লালনে;
আজন্ম বাঁচিয়ে রাখবো মনুষ্যত্বের উর্বর তেপান্তরে।
কবিতা
তোমাকে বাঁচাবো
রমণীর পাঁজরের গহিনে
অন্তর জমিনের পুষ্প উদ্যানে,
হিরণ্ময়ী রূপে অহর্নিশির নিবিড় আলিঙ্গনে;
আজন্ম বাঁচিয়ে রাখবো রমণীর বক্ষের অন্তরীক্ষে।
কবিতা
তোমাকে বাঁচাবো
দুরন্ত উপন্যাসের লিখনে
বহির্ভাগে আনবো অন্তরীণ আত্মার,
নিরন্তর ছুটন্ত সংগ্রামী কলমের কালিতে;
আজন্ম বাঁচিয়ে রাখবো অনন্ত পরিপূর্ণ যৌবনে।