কবিতা লেখার পূর্বে পাঠক হও
উদ্দেশ্য কী ? হ্যা সত্যিই একথা বলার কারণ আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় একটা ভালো কবিতা আবিষ্কার করার আগে অনেক কবিতা পড়া উচিত। এক কথায় বলতে গেলে কবিতা নিয়ে রিসার্চ করতে হবে। জানতে হবে অন্যদের কবিতায় কী আছে যা আমার কবিতায় নেই। সেই ভাবনা, সেই শব্দচয়ন, সেই ছলনাময় রসদ কেন আসবেনা আমার কবিতায়। তার জন্য পড়তে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে। হ্যা আমি কবি নই কিন্তু একটা ভালো কবিতা লেখার চেষ্টা করতে অসুবিধা কী?
Subscribe
Login
2 Comments
Oldest