জীবনের দরোজা গুলি
জীবনের দরোজা গুলি
,,,,,,,,,,, আহমেত কামাল
নাহ, তুমি অক্ষত আছো
তোমার কোন অসুবিধাই হয়নি সামান্য সরে যাওয়ায়
বরংচো ,তুমি সন্ধ্যে বাতির মতো ঝলমল করছো বেশ
ভেতরে কোথাও গর্ত নেই,,,
কলকল ধ্বনি,,,
এমনকী নেই কোন অাযানও
এই শীতের সন্ধ্যে দারুণ রোমান্টিক
দ্যাখ ছ’তলা বাড়ি গুলোও কেমন ব্যস্ত দারুণ ওম নিয়ে
উড়ে আসা পাখির মতো ক্যামন পরিপাটি করে তুলছে
আবাস
ঘরদোর
নাহ্ তুমি বেশ ভালোই আছো
– ভালো থাকার
অপেক্ষায় অপেক্ষায় ক্যামন পুড়িয়ে ফেলছি দিন,আমার বাড়ি ফেরা পথ
,,,,
Subscribe
Login
0 Comments
Oldest