হৃদয়ে রিংটোন
হৃদয়ে রিংটোন
,,, আহমেত কামাল
কে জানে কোন দেশে আমি। কোন দেশে তাকিয়ে
আমার বেলাডোবা মন। তবে দোষ দিচ্ছি না কাউকে –
কপালে যার গাঢ় সন্ধ্যে
-অসুখের পাখি
যার হৃদয়ে রিংটোন হয়ে বাজে
সে তো জানবেই অন্যের আমনের উৎসবে কতটুকু
মরচে হয়ে আসে ঘুম।
উৎসব বলতে অতোটুকুই
আগুন মাখা মরিচ। সাথে শীতল পানির প্রশ্রয়
এই প্রশ্রয় প্রশ্রয়ে কখন যে জীবন
জীবনের বাইরে
আমি নিবন্ধিত হতে পারিনি পাশের বাড়ির ঢেউয়ে,,,
২৮/১২/২০৩১
কুমিল্লা, বাংলাদেশ
Subscribe
Login
0 Comments
Oldest