কবে তুমি আমার হবে?
কত মাস কত বছর গেল
কত দিন কত সেকেন্ড গেল…
কবে একসাথে পারব থাকতে?
কবে তুমি আমার হবে?
কত পূর্ণিমা রাত গেল
কত মায়াভরা রাত গেল
কত বসন্ত কাল গেল
কত একেলা দুপুর গেল…
কবে তুমি আমার বুকে মাথা রাখবে?
কবে তুমি আমার হবে?
কত রজনীগন্ধা ঝরে গেল
কত যূথিকা গন্ধ হারাল…
কবে তুমি আর আমি দেখব স্বপ্ন একসঙ্গে?
কবে তুমি আমার হবে?
কত তারা আকাশ থেকে ঝরে পড়ল
কত মেঘ আকাশে উধাও হয়ে গেল…
কবে আমাদের দুটি হৃদয় মিশে একাকার হবে?
কবে তুমি আমার হবে?
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩১/৭/২০২৪
Subscribe
Login
0 Comments
Oldest