কর্ম ফল
লেখা পড়া করে যে,
জ্ঞান অর্জন করে সে।
খেলাধুলা করে যে,
স্বাস্হ্য ভালো রাখে সে।
আল্লাহকে ভয় করে যে,
নামাজ, কোরআন পড়ে সে।
সর্বদা সত্য কথা বলে যে,
বিশ্বাস অর্জন করে সে।
সময়ের মূল্য দেয় যে,
জীবনে বড় হয় সে।
মা-বাবাকে সন্মান করে যে,
সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করে সে।
দেশকে ভালোবাসে যে,
দশের সাহায্য করে সে।
যেমন কর্ম তেমন ফল,
রেখো শক্ত মনের বল।
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest