কল্পকবির কল্পপুরী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা: কল্পকবির কল্পপুরী
কলমে: নূর মোহাম্মদ

ঘুরেঘুরে
বহুদূরে
ইচ্ছে করে যাই
দিন দুপুরে
সুরে সুরে
বানিয়ে গান গাই ।

যেথায় গেলে
হেসে খেলে
কাটবে সুখে দিন
সেথায় যেতে
মন যে মেতে
বাজায় সুরের বীণ ।

তাল বেতালে
সন্ধ্যাকালে
জ্বলবে জোনাকি
রাতের ঘোরে
ডাকবে জোরে
নিশাচর পাখি ।

মেলে নানা
রঙ্গীন ডানা
উড়বে পরীর দল
পায়ে তাদের
হরেক পদের
বাজবে সোনার মল ।

বলো দরদী
স্রোতহীন নদী
থাকবে বলে দাও?
থাকবে তাতে
চাঁদের রাতে
ময়ুরপঙ্খী নাও ?

সেথায় সাগর
হবে মন্থর
থাকবে না তার ঢেউ
আমি যেথা
থাকব একা
থাকবে না আর কেউ ।

কথাচ্ছলে
সবাই বলে
ভাবের দেশে ঘুরি
সে দেশ আমার
নয় কারো আর
আমার কল্পপুরী ।

0

Publication author

0
আমি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা । চাকুরি সূত্রে পিরোজপুর থাকি । পেশায় শিক্ষক ।
আমি ছোটবেলা থেকে লেখালেখি করি ।
Comments: 1Publics: 11Registration: 07-07-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে