কালের নরম অন্তর
সে একটা অদ্ভুত সময় ছিল যা গ্যাছে কেটে
ভীষণ নরম পায়ে আমাদের ওপর দিয়ে গ্যাছে হেঁটে।
ভূতুড়ে একটা ভবনে চলত আমাদের খবরের কাগজ
রীতিমতো যুদ্ধ করার পরে বার হ’ত রোজ।
আমাদের সম্পাদক ছিলেন খবরে বোঝাই এক সবজান্তা
সমস্ত খবর লেখা শিখতে আমরা তাঁর ছোট্ট ঘরে ঢুকতাম।
সম্পাদক একটা কঙ্কাল ছিলেন বটে, তিনি খবরের বিশ্লেষণ জানতেন
তিনি একটা অতিকঙ্কাল ছিলেন যিনি মার্কসকে খুব মানতেন।
তাঁর চোখেমুখে, পোষাকে সব সময়ে জ্বলত অভাবের শিখা
তবু জোশ না হারিয়ে কঙ্কালদা চালাতেন খবর শোনা ও লিখা।
আমাদের বুকের ওপর বুলডোজার চালিয়ে দল এক দিন কাগজটা তুলে দিল
সম্পাদক ও দু’ চারটি নেতাকে বাদ দিয়ে শেষ দিন সবাই কেঁদেছিল।
সে একটা অদ্ভুত কাল ছিল যা ঢুকে গ্যাছে মহাকালের অন্তরে
সে একটা সঠিক কাগজ ছিল বটে মানবতাহীন দলের অন্দরে।
Subscribe
Login
0 Comments
Oldest