কি করে তবে, দুলে, দুলে বয়ে চলে যাও।
নদীর আর কতক্ষণ দাঁড়ানো?
যেতে, যেতে দেখা হয়ে যায়।
আমার দিকে, একবার তাকাও,
চিনে নিতে চাই,এইবার তোমায়।
ওত ঝলমলে,তোমার শরীর,
রূপের গভীরে, যে মন,
তার সাথে, অনেক আগে পরিচয়,
ময়ূরাক্ষী, এইবেলায়, ঢেলে দিয়ে যাও।
বয়ে, বয়ে তোমার, কত হল বেলা,
কত মৃত্তিকা ধূঁয়ে, কত খাত দিয়ে এলে জলধারা,
ক্ষিনতটি হয়ে বয়ে যাওয়া কিংবা,
প্লাবনেও, নিজেকে, ধরে রাখা।
ময়ূরাক্ষী, এলে তুমি কতদিন পরে,
শেষে, তুমি এই বাঁকে দিলে ধরা,
আর কি তুমি পারবে ছেড়ে যেতে?
ময়ূরাক্ষী, আমাতেই যে পড়েছো বাঁধা।
ওগো নদী, যে বয়ে,বয়ে যায়,
তাকে আমি বলি, কি করে থেমে যাও?
ভাবনায়, মন যদি ভিজে না যায়,
কী করে, তবে দুলে, দুলে বয়ে চলে যাও।