কৃষ্ণচূড়ার অলেখা গল্প
কৃষ্ণচূড়ার লালের ফাঁকে
সূর্যের আলো ক্লান্তি হাঁকে,
ক্লান্ত লেখক ঘাম ঝরিয়ে—
কৃষ্ণচূড়ার গল্প লিখে।
পাতার ফাঁকে রৌদ্র মাঝে
হালকা বাতাস চুল উড়িয়ে,
মেঘগুলো সব লুকিয়ে পড়ে—
নীলের মাঝে যায় হারিয়ে।
এসব গল্প স্মৃতির ভাঁজে
রয়ে যায় অগোচরে,
প্রকাশ হয় না স্বপ্ন স্মৃতি
থেকে যায় বদ্ধ ঘরে।
মন জানালা খুললো তবে
কৃষ্ণচূড়ার গল্প লিখে—
ভালোবাসার বাতাস বহে
লেখকের দিগ্বিদিকে।
চশমা আঁটা চোখ দু’টো
পাতার মাঝের লাল দেখে—
সেই লালেতে রং মিশিয়ে
কৃষ্ণচূড়ার গল্প লেখে।
সেই গল্পে মিশে কত স্মৃতি—
অলেখা কত যে গল্প,
স্মৃতি গল্পে কত রঙ মিশে
করে না কেউ কল্প।
Subscribe
Login
0 Comments
Oldest