কেউ কি দেখে? | কলমে -শারমিন ইসলাম শর্মি
কেউ কি দেখে?
-শারমিন ইসলাম শর্মি
পুড়ে যাওয়া এই যে সময়
বিবশ বিকেল একলা দুপুর,
নিত্যনতুন জ্বালায় জ্বলা রাতের প্রহর।
কেউ আছো কি, দেখবে এসো!
দেখবে এসো দীর্ঘশ্বাসের আতশবাজী
বুকের ভিতর কোথাও একটা
সলতে পোড়া গন্ধ মাদক।
কারো কারো মিছেমিছি ডুবে মরা আত্মশ্লাঘায়,
চুপ, চুপ, চুপ, কেউ দেখেনি!
বুক পাটাতন কেউ খোঁড়েনি
দেখতে হৃদয় পাংশুটে না হলদে হলো।
কোথাও আবার পেটের পীড়ন খুব উচাটন,
ভাতের জ্বালায় শুকিয়ে মলো কটা নাড়ী!
তারপরও রঙিন রঙে নতুন ঢঙে
জীবন পোড়ে বস্তি কিংবা দালান ঘরে।
কেউ কি দেখে?
হিসেবেতে সবই সমান-
কেউ দেখে না, কেউ দেখে না
ক্ষুধা এবং অনুভবের কান্নারা খুব বাহারী।
Subscribe
Login
1 Comment
Oldest