কেটে কেনো আগুনে ফেল না
নবী এক ছিলেন ইয়াহিয়া
হুদিয়া মরু ভূমিতে আসিয়া
তবলিগ করতে লাগলেন,
শুনে মানবেরা সব জাগলেন
তওবা কর, 2
সৎপথ ধর 2
বেহেশতী রাজ্য ডাকে
যেও না তুমি খোদাকে
ভুলিয়া ভুলিয়া ভুলিয়া
নবী এক ছিলেন ইয়াহিয়া
হুদিয়া মরু ভূমিতে আসিয়া
তবলিগ করতে লাগলেন,
শুনে মানবেরা সব জাগলেন
মাবুদের পথ ঠিক কর;
তাঁর সোজা রাস্তা ধরো”
গাছের গোড়াতে কুড়াল
আছে লাগানোরে পাগল
যে গাছে ভাল ফল ধরে না
কেটে কেনো আগুনে ফেল না
Subscribe
Login
0 Comments
Oldest