কে বলেছে
।। কে বলেছে ।।
——– সনত রায়
কে বলেছে আমি একা
কষ্ট সবসময় আমার পাশে আছে ।
কে বলেছে আমি ভয় পাই
বরং, রাতের অন্ধকারে থাকতে বেশী ভালোবাসি ।
কে বলেছে আমি সবকিছু জানি
আমার সামনে কেউ কিছু প্রকাশ করে না ।
কে বলেছে আমি কঠোর
সমাজ আমাকে পাত্তাই দেয় না ।
কে বলেছে আমি ভালোবাসতে জানি
কেউ সুন্দর করে আমার সাথে কথাই বলে না ।
কে বলেছে আমি প্রতিবাদ করি
কেউ আমাকে মানতেই চায় না ।
কে বলেছে আমি সবাইকে বোঝাতে পারি
কেউ আমাকে বুঝতেই চায় না ।
কে বলেছে আমি নির্দয়
অন্যের কোনদিন খারাপ চাইনি ।
কে বলেছে আমি কাঁদতে জানি না
চোখের সব জল সুখীয়ে গেছে ।
কে বলেছে আমি বাঁচতে শিখে গেছি
ঠিকই বলেছো, মরণশীল দেহ নিয়ে বেঁচে আছি ।