কোকিলা
কোকিলা আজ রাতে
তিন তিনবার রতিক্রিয়ায় লিপ্ত হয়েছে,
হেরেছে কালো টাকার কাছে
লোভনীয় প্রস্তাবনায় নিজেকে বিলিয়েছে রাতভর ।
ব্যাটাছেলে তাকে কামড়ে,আঁচরে,হিংস্র র্শাদুলের মতো
ক্ষতবিক্ষত করেছে,শরীরটাকে লুফে নিয়েছে,
রাতভর সঙ্গম,ভালোবাসাহীন,নিরুত্তাপ
বিছানায় গা এলিয়ে দেয়া যেন এক অভ্যাস মাত্র ।
কোকিলারা প্রতিরাতেই ধর্ষিত হয়
ডলার,পাউন্ড,লিরা অথবা টাকার বিনিময়ে,
নিরুত্তাপ,ভালোবাসাহীন,কামনাহীন অবয়বে
বেনামী হায়েনাদের পাশবিকতার শিকার হয় প্রতিদিন।
যদিও পেটের দায়ে ধর্ষিতা আজ তারা
কিন্ত তাদের খবর কেউ রাখেনা,
ছাপেনা কোন পত্রিকার পাতায়
হয়না তারা বড় কোন হেড লাইন ।
কোকিলারা যেন মানুষ নয়,শুধুই বেশ্যা
ঘৃনিত,র্কদমাক্ত অস্পৃশ্য জীব,
সমাজের উচু শ্রেণীর করতলে দাফন এদের জীবন
বেশ্যা বলে নাই তাদের বাঁচার অধিকার ?
বিবস্ত্র,ক্ষতবিক্ষত,বোধহীন শরীরটাকে টেনে নিয়ে উঠে বসে কোকিলা
ছোট্ট ঘরটার চারআনা জানালার ফাক গলে তাকায়
বহুদূর বিস্তৃত ফেলে আসা সুদূর দেখে সে—
ছোট্ট কোকিলা বাপজানের হাত ধরে হেটে চলেছে অনন্ত সবুজের পথে ।।