ক্রুদ্ধ আগ্নেয়গিরি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি তৃষ্ণার্ত পথিক, ছুটি সলিল যেদিক,
জ্ঞাতের নেশায় ব্রহ্মাণ্ড হতে শূন্যে ফিরি;
বিভীষিকার বশে আমি বিচলিত দার্শনিক,
অসমাঙ্গ দর্শনে হয়েছি ক্রুদ্ধ আগ্নেয়গিরি!

আমি ফুলেছি আজ, এবার হবে যত খাঁজ,
আমার অগ্নিপিণ্ডে পোড়াবো জগত পৃষ্ঠতল;
কল্মষ মুছে আবার জন্ম দেবো এ সমাজ,
অনৈক্য হটিয়ে করব উত্থাপন ঐক্য শৃঙ্খল।

আর্তের কারাগারে যত, নিপীড়িত বন্দী সতত,
আমার উদ্ভাসে এবার হবে নীপিড়িতের ত্রাণ;
আমি ভ্রষ্টাচারীর কক্ষপথে ভ্রষ্ট শিকারে রত,
আজরাইলের বন্ধু আমি নাশী কালো প্রাণ।

রাগে বিরাগে আমার চক্ষে ছোটে রক্তিম আভা,
সুর অসুরের কষাঘাতে জমেছে দৃঢ় অসন্তোষ;
মনুষ্য কলঙ্কে আমার অন্তস্থে ক্রুদ্ধ আগ্নেয় লাভা,
বিষাক্ত মনুষ্যে শূল হানতে কভু করিনা আপোষ।

শুদ্ধ অশুদ্ধের দাঙ্গা, দমাতে আমি চির চাঙ্গা,
আমার আত্মায় সংমিশ্রিত দুর্বৃত্ত নাশের শূল;
জ্বেলেছি সত্যের বহ্নি হবে লুপ্ত কালো পাঙ্গা,
এ তপ্ত লেলিহান স্ফুলিঙ্গ করবে দগ্ধ বদ মূল।

ক্ষমতার তলে কতবার! পিষে গিয়ে বারবার,
আমি মরেছি ফোঁপিয়ে গোচর-অগোচর কাণ্ডে;
যত দাঙ্গা হাঙ্গামায় মনুষ্য পৃথ্বী করেছে আঁধার,
ওরা জলাঞ্জলি দিয়ে আমায় গড়েছে অগ্নিপিণ্ডে।

তাই এবার আর মরতে, আসিনি তো পুড়তে,
পোড়াতে এসেছি অন্যায়ের প্রতিটি হৃৎপিণ্ডকে;
আমার বুকে উত্তপ্ত কোন্দল-শিখা আছে জ্বলতে,
পুড়িয়ে করব ছারখার যত জালিম মেরুদণ্ডকে।

হস্তমুঠয় কলম অস্ত্র, সাহিত্য আমার যুদ্ধ বস্ত্র,
সাম্যবাদের ময়দানে আমি নিরঙ্কুশ বীর যোদ্ধা;
আমি আগ্নেয়গিরি ছোটাই লাভা আমি যে হিংস্র,
আমি আপোষহীন ভ্রষ্ট তরে, শিষ্টকে করি শ্রদ্ধা।

যত অনিয়মের ছাপে, ভরেছে জগত পাপে,
পাপিষ্ঠ মানবের পৈশাচিকতায় গেছে পৃথ্বী ঘিরি;
আমি ফুলেছি রাগে, পুড়েছি পাশবিক উত্তাপে,
পুড়ে-পুড়ে আমি আজ উত্তপ্ত ক্রুদ্ধ আগ্নেয়গিরি।



রচিত: ৩১ ডিসেম্বর ২০১৮; ইং, স্ব-নীড়।

0

Publication author

0
একজন আধুনিক তরুণ কবি ও লেখক; বিজ্ঞান, দর্শন ও মুক্তচর্চায় সুস্থির, সংস্কৃতি প্রেমী। তার কাব্যগ্রন্থ: ক্রুদ্ধ আগ্নেয়গিরি, জীবিত লাশের চিরকুট, কে আমি?; ছোট-গল্পগ্রন্থ: ভিকি শিকি পিংকি (শিশুতোষ)। তার লেখায় বিশেষ গুরুত্ব পায় জীবনমুখী অনন্ত চিন্তাধারা
Comments: 0Publics: 5Registration: 16-09-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।