কর্পোরেট বেড়াজালে
কর্পোরেট বেড়াজালে
———————————————–
দিনরাত এখানে, স্বপ্নের মায়াজালে
খুঁজে ফেরে অহর্নিশ জীবনকে পুজিঁ করে।
অনাকাঙ্খিত অঘটনে, স্বপ্নরা হেরে গিয়ে
গ্লানিকে ভাসিয়ে, পুঁজিপতিদের জিতিয়ে
জীবণের মহাস্রোতে, স্বপ্নরা কেঁদে ফেরে
কর্পোরেট বেড়াজালে।
– জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
Subscribe
Login
0 Comments
Oldest